01332509829

info@mcclabctg.com

আপনার সন্তান অটিজমে আক্রান্ত কিনা, কিভাবে বুঝবেন?

·

·

প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের একজন সুন্দর মনের মানুষ। আর এই সুন্দর মনের মানুষ হওয়ার জন্য প্রয়োজন শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশ। উপযুক্ত পরিবেশের ব্যত্যয় ঘটলে অথবা শিশুর পূর্ণাঙ্গ মানসিক বিকাশের কোথাও বাধার সৃষ্টি হলে শিশুর অটিজম ও বিকাশ জনিত সমস্যা সৃষ্টি হতে পারে। সাধারনত বাচ্চার বয়স তিন বছর হওয়ার পূর্বেই অটিজমের লক্ষণ গুলো প্রকাশ পায় এবং মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চারগুণ বেশি থাকে।

*অটিজম নিরূপণের বিশেষ লক্ষণ সমূহ ( লাল পতাকা চিহ্ন)*

যেসব বিশেষ লক্ষণ পরিলক্ষিত হলে শিশু পরবর্তীতে অটিজমে আক্রান্ত হতে পারে তা হলো:

১. ৬ মাস বয়সের মধ্যে শিশু যদি পরিপূর্ণ হাসি না হাসে

২. ৯ মাস বয়সের মধ্যে শিশু যদি হাসির উত্তরে না হাসা বা ভাব প্রকাশ না করা।

৩. ১২ মাস বয়সের মধ্যে আধো আধো বোল না বলা, পছন্দের বস্তুর দিকে ইশারা না করা

৪. ১৬ মাসের মধ্যে কোন একটি শব্দ বলতে না পারা

৫. ২৪ মাস বয়সের মধ্যে দুই বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে না পারা

৬. ভাষার ব্যবহার রপ্ত করতে পারার পর আবার ভুলে যাওয়া

৭. বয়স উপযোগী সামাজিক আচার আচরণ করতে না পারা

আসুন আমরা সবাই অটিজম বিষয়ে সচেতন হই।

ডা: ওয়াহিদা আক্তার

এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস (শিশু) নবজাতক,

শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ (শিশু নিউরোলজিস্ট প্রশিক্ষণরত) সহকারী অধ্যাপক শিশু নিউরোলজী বিভাগ

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল

চেম্বার: এমসিসি ল্যাব, রুম নং ৩০৫ প্রতি বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *